একসময়ের ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘদিন সিনেমা থেকে বিরত রয়েছেন। একাধিক জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী কয়েক বছর ধরে হঠাৎ করেই নিজেকে আড়াল করে রাখেন। সম্প্রতি পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়ায় প্রকাশ্যে আসেন তিনি। এদিকে সামাজিক মাধ্যমে পপির একটি মন্তব্য বেশ ঘুরপাক খাচ্ছে। যেখানে তিনি মন্তব্য করে বলেছেনচলচ্চিত্র করার কারণে তার অনেক বদনাম হয়েছে। তাই এখন চলচ্চিত্রকে বিদায় জানিয়ে স্বামী, সন্তান ও সংসার নিয়েই থাকতে চান পপি। পপি কি হাজার হাজার কোটি টাকার মালিকের মেয়ে নাকি যে, সিনেমা নিয়ে এসব কথা বলবে। পপি নায়িকা না হলে তাকে কে চিনত? তার স্বামীও তাকে বিয়ে করত না। তিনি বলেন, ওই মন্তব্য করে সিনেমাকে ছোট করেছে। আমি বলব, তাকে এসব আবেগী ও ফাজলামো কথা না বলতে। ওর জন্য সবসময় ভালোবাসা থাকবে। অভিনেত্রীর এমন মন্তব্যে ক্ষুব্ধ...
‘পপি নায়িকা না হলে তার স্বামীও তাকে বিয়ে করত না’
অনলাইন ডেস্ক

ওটিটিতে আসছে ঝড় তোলা ন্যানির ‘হিট-৩’, কবে দেখা যাবে?
অনলাইন ডেস্ক

বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া দক্ষিণী ছবি হিট: দ্য থার্ড কেস এবার আসছে ওটিটিতে। ১ মে মুক্তি পাওয়া এই থ্রিলার ছবিটি দর্শকপ্রিয়তা ও আয় দুই ক্ষেত্রেই ব্যাপক সফলতা অর্জন করেছে। পর্দায় আলোড়ন তোলার পর এবার ছবিটি মুক্তি পেতে যাচ্ছে নেটফ্লিক্সে। শনিবার (২৫ মে) নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঘোষণা করেছে, আগামী ২৯ মে থেকে হিট: দ্য থার্ড কেস স্ট্রিমিং হবে এই ওটিটি প্ল্যাটফর্মে। তারা আরও জানিয়েছে, ছবিটি দেখা যাবে তেলেগু, হিন্দি, তামিল, মালায়ালম ও কন্নড় এই পাঁচটি ভাষায়। নেটফ্লিক্সের পোস্টে বলা হয়, দেখুন হিট: দ্য থার্ড কেস, ২৯ মে থেকে শুধুই নেটফ্লিক্সে। ওটিটিতে মুক্তির ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসে ভাসছেন ভক্তরা। একজন লিখেছেন, অবশেষে অপেক্ষার অবসান। আরেকজন মন্তব্য করেন, ন্যানি আসছেন নেটফ্লিক্সে! দারুণ একটা ছবি।...
‘চাঁদের অন্ধকার দিকে দেখা হবে’, রহস্যেঘেরা শেষ পোস্ট মুকুলের
অনলাইন ডেস্ক

মুকুল দেবের অকাল প্রয়াণে শোকাচ্ছন্ন বি-টাউন। মাত্র ৫৪ বছর বয়সে অভিনেতার মৃত্যু অবাক করেছে অনুরাগীদের। বহু দিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। গত ৭-৮ দিনে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তি ছিলেন। কিন্তু ঠিক কী হয়েছিল তার, তা এখনও স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, একাকিত্বে ভুগতেন তিনি। অবসাদ থেকে মুক্তি পেতে মদের আসক্তিও জাঁকিয়ে বসে। এর মধ্যেই মুকুলের শেষ ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে রহস্য ঘনাচ্ছে। মা-বাবার মৃত্যুর পরে নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলেন মুকুল। একা থাকতেন। কন্যাও সেই ভাবে বাড়িতে থাকতেন না। তাই একাকিত্বে ভুগছিলেন। মদের সঙ্গে গুটখার নেশাও নাকি করতেন। অবসাদের কথাও উঠে আসছে। সেই জল্পনা উসকে দিয়েছে প্রয়াত অভিনেতার শেষ পোস্ট। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি শেষ পোস্ট করেছিলেন মুকুল। অভিনেতা পেশায় বিমানচালকও ছিলেন। শেষ পোস্টেও বিমান থেকে তোলা...
আসলেই কি তাণ্ডবে শাকিবের সঙ্গে ঝড় তুলবেন সিয়াম
অনলাইন ডেস্ক

আসছে কোরবানি ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শাকিব খান অভিনীত তাণ্ডব নিয়ে এরইমধ্যে তুমুল আলোচনা চলছে। সিনেমাটির টিজার, ছবি নিয়ে শুরু হয়েছে হৈচৈ। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শাকিব। তার সঙ্গে আছেন জয়া আহসান, সাবিলা নূরের মতো তারকারা। এদিকে বেশ কিছু গোপন সূত্রে জানা গেছে, তাণ্ডব সিনেমায় বিশেষ চমক নিয়ে হাজির হবেন হালের আরেক ক্রেজ চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি ক্যামিও একটি চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায়। তাকে এ ছবির গল্পে দেখা যাবে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে শাকিবের সঙ্গে। শুরুতে শোনা গিয়েছিল তাণ্ডব সিনেমায় শাকিব খানের সঙ্গে চমক হিসেবে থাকবেন আফরান নিশো কিংবা শরীফুল রাজ। তবে শেষ পর্যন্ত নিজের অভিষেকের পোড়ামন ২ ছবির নায়ককেই বেছে নিয়েছেন রাফী। বিষয়টি গোপন রেখেই সিনেমার শুটিং হয়েছে। বর্তমানে চলছে এর এডিটিং।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর