বাংলাদেশি শ্রমিক পাচারের অভিযোগে কুয়ালালামপুরে ৬০০ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশি শ্রমিক পাচারের অভিযোগে কুয়ালালামপুরে ৬০০ কর্মকর্তাকে বদলি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

অবৈধ অভিবাসী পাচারের অভিযোগ এনে মালয়েশিয়ায় কুয়ালালামপুর বিমানবন্দরের অভিবাসন বিভাগের প্রায় ৬০০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। শনিবার চ্যানেল নিউজ এশিয়া এ খবর প্রকাশ করেছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী জাহিদ হামিদি  বিষয়টি নিশ্চিত করেছেন।  

শুক্রবার তিনি জানান, অভিবাসন বিভাগের ১৫০০ কর্মীর প্রায় ৪০ শতাংশকে বদলি করা হয়েছে।

তাদের জায়গায় নতুন কর্মীদের নিয়োগ দেয়া হবে। বদলি হওয়া কর্মকর্তাদের একটি 'ক্ষুদ্র' অংশ অবৈধ বাংলাদেশিদের পাচার চক্রের সঙ্গে জড়িত ছিলেন বলেও জানিয়েছেন তিনি।

বিদেশী কর্মী ও অবৈধ অভিবাসীদের বিষয়ে মন্ত্রণালয়ের এক সভা শেষে সাংবাদিকদের জাহিদ হামিদি বলেন, অভিবাসন বিভাগের কার্যক্রমে স্বচ্ছতা রাখার জন্য তাৎক্ষণিক এ পদক্ষেপ নেয়া হয়েছে। কিছু কর্মীর কারণে বিভাগটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছিল।

পাচারচক্রের সঙ্গে জড়িত থাকায় কুয়ালালামপুরের অভিবাসন বিভাগের দুই কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেফতারও করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাকি তিন জন বিদেশী এবং গ্রেফতার হওয়া অপর নারী মালয়েশিয়ার নাগরিক।

সম্পর্কিত খবর