বুলেটে ঝাঁঝরা হুইলচেয়ারে বসা সেই ফিলিস্তিনি প্রতিবাদীর বুক

বুলেটে ঝাঁঝরা হুইলচেয়ারে বসা সেই ফিলিস্তিনি প্রতিবাদীর বুক

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ইব্রাহিম আবু থুরায়ে। বয়স ২৯ বছর। ২০১৪ সালে ইসরায়েলের সঙ্গে গাজা যুদ্ধে দুই পা হারিয়েছিলেন এই ফিলিস্তিনি যুবক। তবে সেই প্রতিবন্ধকতাও দেশের প্রতি তার অকৃত্রিমকে ভালোবাসা দমিয়ে রাখতে পারেনি।

এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেয়ার প্রতিবাদে অন্যান্য ফিলিস্তিনির সঙ্গে তিনিও আন্দোলনে সরব হয়েছিলেন, ফেসবুকে ফিলিস্তিনি পতাকা হাতে তার ছবি ভাইরাল হয়। শুক্রবার বিক্ষোভেও অংশ নেন তিনি।  

তবে এদিন সেই হুইলচেয়ারটা ফিরলেও প্রাণ নিয়ে ফেরা হয়নি ইব্রাহিমের। ইসরাইলি সেনার গুলিতে এবার তার প্রাণটাও গেছে! তার সঙ্গে প্রাণ গেছে আরও ৪ ফিলিস্তিনির।

এছাড়া ট্রাম্পের ঘোষণার পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫০ জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছে।

শুক্রবার বিক্ষোভ চলাকালে প্রথম গুলিটা লাগে ইব্রাহিমের মাথায়। এরপর দেখতে দেখতেই ইসরায়েলি সেনাদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তার গোটা শরীর। লুটিয়ে পড়েন মাটিতে। শনিবার গাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।  

ইব্রাহিমের মৃত্যু যেন বিক্ষোভের আগুনকে আরও বাড়িয়ে দিয়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন ফিলিস্তিনিরা। চলছে অবিরাম বিক্ষোভ।

সূত্র: ডেইলি মেইল

সম্পর্কিত খবর