চট্টগ্রামে ‘বায়েজিদ সবুজ উদ্যান পার্ক’

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আগ্রাবাদে জাম্বুরী পার্কের পর এবার বায়েজিদ এলাকায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে বায়েজিদ সবুজ উদ্যান পার্ক। এতে খুশী নগরবাসী।  

১.৯ একর জায়গায় নির্মাণ করা হয়েছে বায়েজিদ সবুজ উদ্যান পার্ক। পার্কটিতে রয়েছে ৪ হাজার ফুটের ওয়াকওয়ে ও বোর্ড চেয়ার।

শিশুদের জন্য রয়েছে কিডস জোন, ও দোলনা। এছাড়া রয়েছে রঙ-বেরঙের পানির ফোয়ারা।

মঙ্গলবার সবার জন্য জন্য খুলে দেওয়া হয়েছে এই পার্ক । প্রথম দিনেই মন কেড়েছে দর্শনার্থীদের।

 এ পার্কটিকে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় রাখা হয়েছে জানালেন গণপূর্তের প্রধান প্রকৌশলী।

বর্তমান শহর কেন্দ্রিক ব্যস্ততা এবং যান্ত্রিক কোলাহল থেকে বিরতি ও ক্লান্তি দূর করার জন্য এই ধরনের পার্ক  প্রতিটি  এলাকায় থাকা প্রয়োজন বলে মনে করেন সিটি মেয়র।  পতেঙ্গা সৈকত, আগ্রাবাদের জাম্বুরি পার্কের পর এটি হবে নগরবাসীর পছন্দের একটি প্রাকৃতিক বিনোদন কেন্দ্র বললেন গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

বায়েজিদ সবুজ উদ্যান পার্ক নির্মাণে ব্যয় হয়েছে ৮কোটি টাকা ।