তুরস্ক ও সিরিয়ার সেনাদের মধ্যে ফের সংঘর্ষ

তুরস্ক ও সিরিয়ার সেনাদের মধ্যে ফের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

তুরস্কের সেনাদের সঙ্গে সিরিয়ার সরকারি বাহিনীর আবারো প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের রাস আল-আইন শহরের কাছে ওই সংঘর্ষ হয়।

তুর্কি সেনাদের হামলায় সিরিয়ার সাত সেনা নিহত হওয়ার একদিন পর এ সংঘর্ষ হলো।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল বিকেলে আল-আইন শহরের কাছে তেল আল-ওয়ার্দ গ্রামে এ সংঘর্ষ হয়।

তবে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

সানা জানিয়েছে, রাস আল-আইন শহরের কাছে মাহমুদিয়া এবং দারবু এলাকা দখল করেছে তুরস্কের সামরিক বাহিনী এবং তাদের সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গেরিলারা। তুর্কি বাহিনীর এ আগ্রাসনে তেল আল-ওয়ার্দ এলাকা থেকে লোকজন প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর