সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের কমিটি গঠন

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের কমিটি গঠন

অনলাইন ডেস্ক

সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে ১৫১ সদস্য কেন্দ্রীয় কমিটি (ন্যাশনাল চ্যাপ্টার) গঠন করা হয়েছে।

সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদকে প্রেসিডেন্ট ও ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট শেখ সাইফুজ্জামানকে জেনারেল সেক্রেটারি (ন্যাশনাল চ্যাপ্টার) নির্বাচিত করা হয়েছে। সেই সঙ্গে আগামী ১১ জানুয়ারি বাংলাদেশে প্রথম আন্তর্জাতিক সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।  

বুধবার রাজধানীর একটি হোটেলে সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট মোঃ গিয়াসউদ্দিন, অ্যাডভোকেট জেসমিন সুলতানা, ড. বদরুল হাসান কচি, অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম আকাশ, অ্যাডভোকেট সেলিম জাবেদ, অ্যাডভোকেট জাহিদুল হক বাবু, অ্যাডভোকেট শাহনাজ আহমেদ, অ্যাডভোকেট কুমার দেবুল দে, অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়, অ্যাডভোকেট মোঃ বশির উদ্দিন, অ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির, অ্যাডভোকেট ছাকায়েত উল্লাহ ভুইয়া ছোটন ও অ্যাডভোকেট মোঃ রেজাউল করিম খান রেজা।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল