ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত চট্টগ্রাম বন্দর

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় বুলবলের প্রভাব মোকাবেলায় বন্দরের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল জুলফিকার আজিজ।  

বিকেলে চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত এক সভায় তিনি এ কথা জানান।

এ সময় তিনি জানান, বন্দরের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়েছে।

বন্দর চেয়ারম্যান আরও বলেন, বন্দরে এখনো সব রকমের কার্যক্রম চলছে।

তবে সংকেত পাঁচ নম্বর হলে সব ধরনের কার্যক্রম বন্ধ করা হবে।  

এর পাশাপাশি বন্দরে নতুন করে জাহাজ প্রবেশ বন্ধ রাখা, বন্দরের বহিঃনোঙরে অবস্থানরত জাহাজগুলোকে ইঞ্জিন চালু করে নিরাপদে থাকতে বলা হয়েছে।  

বন্দর চ্যানেলে কোনো জাহাজ থাকতে পারবে না। পাশাপাশি কর্ণফুলীতে রাখা লাইটার জাহাজগুলোকেও নিরাপদে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল