সৈকতে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ

সৈকতে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলের লাশ

অনলাইন ডেস্ক

নিখোঁজের ৩২ ঘণ্টা পর জেলে বেল্লালের (৪০) মরদেহ বঙ্গোপসাগরের কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকত থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার বেলা তিনটায় মহিপুর থানা-পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বেল্লাল পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীরহাট গ্রামের কুরবান আলীর ছেলে।

পুলিশ জানায়, ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় মাছ শিকার বন্ধ করে নিরাপদ আশ্রায় উপকূলে ফেরছিলেন বেল্লাল।

পথে এফবি মা কুলসুম নামের ট্রলারটি শুক্রবার (০৮ নভেম্বর) সকাল সাতটায় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে।

এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলার থেকে সাগরে পড়ে যায় বেল্লাল। তাৎক্ষনিকভাবে বেল্লালকে উদ্ধারে স্থানীয়ভাবে চেষ্টা চালানো হলেও তার সন্ধান পাওয়া যায়নি।

আজ শনিবার বেলা তিনটায় কুয়াকাটা সংলগ্ন ঝাউবাগান এলাকার সৈকতের বালু চরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে মহিপুর থানা-পুলিশকে অবহিত করে স্থানীয়রা।

পরে মহিপুর থানা-পুলিশ বেলালের মরদেহ উদ্ধার করে।

আইনী প্রক্রিয়া সম্পন্ন করে বেলালের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)