বুলবুলের আঘাতে ভোলায় অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত

বুলবুলের আঘাতে ভোলায় অর্ধশতাধিক বাড়ি বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে ভোলার লালমোহন ও চরফ্যাশন উপজেলায় বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক ঘর-বাড়ি। গাছ-পালা উপড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আহত হয়েছে কমপক্ষে ১৫ জন।

আজও হচ্ছে দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি।

বুলবুলের ক্ষয়ক্ষতি সম্পর্কে লালামোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি জানিয়েছেন, শনিবার রাত ১০টার কাছাকাছি সময়ে উপজেলার গজারিয়া ও লর্ডহাডিঞ্জ এর পেয়ারীমোহন গ্রামে ঝড়ের কবলে পড়ে অন্তত ২৫-৩০টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর ও গাছচাপায় ১৫ জন আহত হয়েছে।

‌আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তারেক নামে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানান তিনি।

চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ও এওয়াজপুর ইউনিয়নে ঝড়ে ১৪টি ঘর বিধ্বস্ত হয়েছে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, রাতে উপজেলার এওয়াজপুর ইউনিয়নে ঝড়ে সাতটি ঘর বিধ্বস্ত হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)