ভারত-বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো: মমতা

ভারত-বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো: মমতা

অনলাইন ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক বরাবরই ভালো ছিল, ভালো আছে ভালো থাকবে।

শুক্রবার (২২ নভেম্বর) রাতে কলকাতার পাঁচতারা হোটেল তাজ বেঙ্গলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
বৈঠকের বিষয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, এটা ছিল সৌজন্যমূলক সাক্ষাৎ।

দুই বাংলার সঙ্গে আমাদের রিলেশন বরাবরই ভালো। ভারত-বাংলাদেশের রিলেশন বরাবরই ভালো। দুই দেশের মধ্যে অনেক আলোচনা হয়েছে। তবে একেবারে ঘরোয়া আলোচনা।
শেখ হাসিনাকে আমি আবার এখানে আসতে বলেছি।  

বাংলাদেশের সঙ্গে আমাদের বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বরাবর যেন এভাবেই বজায় থাকে সে আশাবাদ ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল