জাতীয় নিরাপত্তার পাশাপাশি জনগণের
সুখ দুঃখে পাশে দাঁড়াতে হবে : রাষ্ট্রপতি

জাতীয় নিরাপত্তার পাশাপাশি জনগণের সুখ দুঃখে পাশে দাঁড়াতে হবে : রাষ্ট্রপতি

যশোর প্রতিনিধি

রাষ্ট্রপতি আবদুল হামিদ সেনা সদস্যদের শুদ্ধাচার কৌশল যথাযথভাবে প্রতিপালন ও নিজেদের দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনের আহ্বান জানিয়ে বলেছেন, মনে রাখতে হবে জনগণের কষ্টার্জিত টাকাই দেশের উন্নয়ন এবং রাষ্ট্রের যাবতীয় ব্যয়ভার মেটানো হয়।

তাই জাতীয় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জনগণের সুখ দুঃখে তাদের পাশে দাঁড়াতে  হবে।   মঙ্গলবার যশোর সেনানিবাসের সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে সিগন্যাল কোরের ষষ্ঠ কোর পুনর্মিলনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুবেদ আলী ভুইঁয়া, সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. নাসির উদ্দীন এমপি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ার হোসেন।

 

এ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের স্মরণে স্মৃতিসৌধ অমর প্রাণে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।      

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল