‘সৎ নিয়ত, সৎ আশা আল্লাহ কবুল করেন’

‘সৎ নিয়ত, সৎ আশা আল্লাহ কবুল করেন’

ভোলা প্রতিনিধি

‌‘সৎ নিয়ত, সৎ আশা আল্লাহ কবুল করেন’ মা ফাতেমা খানমের মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে আজ বুধবার এমন কথা বলেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেছেন, এক সময় গ্রাম ছিল অন্ধকার। রাস্তাঘাট, পুল কালভার্ট কিছুই ছিল না। আজকে গ্রাম শহরে পরিণত হয়েছে।

এখন প্রয়োজন সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করা। আমি বিশ্বাস করি সৎ নিয়ত, সৎ আশা আল্লাহ কবুল করেন। আমাদের প্রত্যেককে এটি মনে রাখতে হবে।  

এ সময় তোফায়েল আহমেদ তার বেড়ে ওঠা, রাজনীতির পথ চলায় মা ফাতেমা খানমের প্রেরণার কথা তুলে ধরেন।

তিনি বলেন, তার মায়ের নামে ভোলা জেলার উপশহর বাংলাবাজারে গড়ে ওঠেছে ফাতেমা খানম কমপ্লেক্স। এখানে রয়েছে স্বাধীনতা জাদুঘর, দৃষ্টিনন্দন ফাতেমা খানম জামে মসজিদ, ১০ শয্যার  ফাতেমা খানম মা ও শিশু কেন্দ্র হাসপাতাল, সরকারি ফাতেমা খানম শিশু পরিবার, ফাতেমা খানম ডিগ্রি কলেজ, ফাতেমা খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ফাতেমা খানম প্রাথমিক বিদ্যালয়, ফাতেমা খানম বৃদ্ধাশ্রম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আজাহার ফাতেমা হাসপাতাল ও মেডিকেল কলেজসহ ( নির্মাণাধীন) বহু স্থাপনা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর