সড়কে ২০১৮-তে নিহত ৩৬২৮, ১৯-এ ৫২২৭ জন

অনলাইন ডেস্ক

গেল বছরে ৪ হাজার ৭০২টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫ হাজার ২২৭ জন। আহত হয়েছেন ৬ হাজার ৯৫৩ জন।  
এর মধ্যে রাজধানী ঢাকায় ঘটেছে ৩০৯টি সড়ক দুর্ঘটনা।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের করা ‘২০১৯ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যানে’ এসব তথ্য উঠে এসেছে।

আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ মিলনায়তনে নিসচা আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পড়েন নিসচার চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে রেলপথে ১৬২টি দুর্ঘটনায় নিহত হয়েছে ১৯৮ জন, আহত ৩৪৭ জন। নৌপথে ৩০টি দুর্ঘটনায় নিহত হয়েছে ৬৪ জন এবং আহত হয়েছে ১৫৭ জন আর নিখোঁজ ১১০ জন।

তবে আকাশপথে গত বছর কোনো দুর্ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে সড়ক দুর্ঘটনা ১ হাজার ৫৯৯টি বেশি হয়েছে। ২০১৮ সালে ৩ হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৩৯ জন নিহত ও ৭ হাজার ৪২৫ জন আহত হয়েছিল। আর ২০১৭ সালে ৩ হাজার ৩৪৯টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৬৪৫ জন নিহত ও ৭ হাজার ৯০৮ জন আহত হয়েছিল।

সম্পর্কিত খবর