রাঙামাটিতে অবৈধ জ্বালানি কাঠ আটক

রাঙামাটিতে অবৈধ জ্বালানি কাঠ আটক

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে অবৈধভাবে পাচার কালে জ্বালানি কাঠ আটক করেছে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি। যার পরিমাণ প্রায় ২৫০ ঘনফুট। সোমবার ভোর রাতে কাউখালী ঘাগড়া ইউনিয়নের সাপছড়ি এলাকা থেকে এসব আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি কাউখালী ঘাগড়া ইউনিয়নের সাপছড়ি এলাকায় অভিযান চালায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের ঘাগড়া বন শুল্ক ও পরীক্ষণ ফাঁড়ি স্টেশন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

এসময় কিছু অসাধু ব্যবসায়ী একটি চাঁদের গাড়িতে করে বনের কাঠ জ্বালানী হিসেবে ব্যবহার করার জন্য চাঁদের গাড়ি থেকে নিয়ে যাচ্ছিল। পরে ওই কাঠ উদ্ধার করা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর