চীনের চেষ্টা বানচাল করে যুক্তরাষ্ট্র-ফ্রান্স-ব্রিটেন-রাশিয়া

চীনের চেষ্টা বানচাল করে যুক্তরাষ্ট্র-ফ্রান্স-ব্রিটেন-রাশিয়া

অনলাইন ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল (বুধবার) তৃতীয়বারের মতো আলোচনা করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

গত ৫ আগস্ট স্বায়ত্বশাসন বাতিল করে জম্মু-কাশ্মীরকে ভারতের সঙ্গে একীভূত করে নেয় নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এরপর থেকে সেখানকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত।

গতকালের আলোচনায় নিরাপত্তা পরিষদের সব সদস্য উপস্থিত ছিল।

জম্মু-কাশ্মীর নিয়ে আলোচনার আগে সেখানকার পরিস্থিতি নিরাপত্তা পরিষদকে ব্রিফ করে জাতিসংঘের ডিপার্টমেন্ট অফ পিচ অপারেশন্স এবং ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল অ্যান্ড পিস বিল্ডিং অ্যাফেয়ার্স।

কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আফ্রিকার দেশ মালি পদক্ষেপ নেয়। তবে ভিন্ন পয়েন্ট থেকে আলোচনার আহ্বান জানায় চীন।

অবশ্য, গতকালের আলোচনার আগেই এর বিরোধিতা করেছিল ফ্রান্স।

প্যারিস সবসময় বলে আসছে কাশ্মীর দ্বিপক্ষীয় সমস্যা এবং দ্বিপক্ষীয়ভাবেই এর সমাধান করতে হবে।

এর আগে, গত মাসে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদে আলোচনার চেষ্টা করেছিল চীন কিন্তু আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এবং রাশিয়া সে প্রচেষ্টা বানচাল করে দেয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর