বিক্ষোভ অব্যাহত রয়েছে ফ্রান্সে

বিক্ষোভ অব্যাহত রয়েছে ফ্রান্সে

অনলাইন ডেস্ক

ফ্রান্সে সরকারের অবসর নীতিমালা সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে শুরু হয়েছে বিক্ষোভ। এই বিক্ষোভ এখনও অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে সরকারের প্রস্তাবিত নীতিমালার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এদিন বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিক ইউনিয়ন, ট্রেন-মেট্রো শ্রমিক, শিক্ষক এবং অন্যান্য পেশাজীবীরাও এই বিক্ষোভে অংশ নিয়ে সরকারের প্রস্তাবিত নীতিমালার বিরুদ্ধে কন্ঠ তোলেন।

যেকোনো ধরনের সহিংসতা আটকাতে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

ফরাসি সরকারের অবসর নীতিমালা সংস্কারের বিরুদ্ধে এই নিয়ে টানা ৪৫ দিন ধরে ধর্মঘট পালন করে আসছেন দেশটির শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ