‌‘বিএনপির এজেন্টদের বাধা দেবে না আ.লীগ’

‌‘বিএনপির এজেন্টদের বাধা দেবে না আ.লীগ’

অনলাইন ডেস্ক

চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় পদ্মা সেতু নির্মাণে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, চীন থেকে যারা এরই মধ্যে এসেছেন নিয়ম অনুযায়ী তাদের ১৪ দিন কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এতে আমাদের কর্মকাণ্ড বিঘ্নিত হবে না।

ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেতুতে এক হাজারের মতো চীনা শ্রমিক বা কর্মী কাজ করছেন। এদের মধ্যে ১৫০ জন শিফটিং ছুটিতে থাকেন। এতে আমাদের কর্মকাণ্ড পরিচালনায় বা পদ্মা সেতু নির্মাণ কাজে কোনো অসুবিধার হবে না।

সিটি নির্বাচনে বিএনপির এজেন্ট নিয়োগের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।

ভোটকেন্দ্রে বিএনপির এজেন্টদের কোনো বাধা দেবে না আওয়ামী লীগ। কিন্তু যদি এজেন্ট দিতে না পারে সে ব্যর্থতা বিএনপির। নির্বাচনে ৬৭ জন বিদেশিসহ এক হাজারের বেশি পর্যবেক্ষক থাকবে। সেখানে নিজ দলের কাউকে রাখা হয়নি

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর