সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ জন

সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ জন

অনলাইন ডেস্ক

সিঙ্গাপুরে প্রাণঘাতী করোনা ভাইরাসে নতুন করে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫০। আক্রান্তদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বাকি ৩৫ জন এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। খবর স্ট্রেইটস টাইমস এর।

আজ বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জান কিম অং এক সংবাদ সম্মলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আক্রান্তদের আটজনের অবস্থা গুরুতর। বাকিদের চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলার চেষ্টা করা হচ্ছে।  

স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন আক্রান্ত তিনজনের দুইজন কখনোই চীন ভ্রমণ করেননি।

এ দু’জন সিঙ্গাপুরের গ্রেস অ্যাসেমব্লি অব গড গির্জা পরিদর্শন করেছেন সম্প্রতি। আক্রান্ত বাকি একজন ব্যাংককর্মী। তিনি সম্প্রতি সময়ে চীন ভ্রমণে যাননি। দেশটির ডিবিএস ব্যাংকের কর্মী তিনি।

এদিকে, সিঙ্গাপুরে করোনা আক্রান্তদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানানো হয়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল