কাশ্মীরিদের সমর্থন দেওয়ায় এরদোয়ানের উপর ‘চটেছে’ ভারত

কাশ্মীরিদের সমর্থন দেওয়ায় এরদোয়ানের উপর ‘চটেছে’ ভারত

অনলাইন ডেস্ক

দুদিনের পাকিস্তান সফরে গিয়ে কাশ্মীর প্রসঙ্গে ভারতীয় পদক্ষেপের সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এর প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। বলেছে, কাশ্মীর নিয়ে নাক গলাবেন না।  

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এরদোগানকে কাশ্মীর নিয়ে নাগ গলাতে নিষেধ করেছে।

খবর এনডিটিভির।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠককালে ওই কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট।

আর এতেই বেজায় চটেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগেও বারবার ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয় যে, জম্মু ও কাশ্মীর বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুরোটাই ভারতের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে অন্য কোনও দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রভীশ কুমার বলেন, পাকিস্তানের সংসদে তুরস্কের প্রেসিডেন্ট কাশ্মীর নিয়ে যা বলেছেন, আমরা তা পুরোপুরি প্রত্যখ্যান করছি। পাশাপাশি তুরস্কের কাছে আমরা এই আহ্বান জানাচ্ছি যে, তারা যেন কোনওভাবেই ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলান।

পাকিস্তান থেকে যে সন্ত্রাসবাদের উৎপত্তি হচ্ছে যার প্রভাব পড়ছে ভারতসহ অন্য দেশে, সেই ব্যাপারেও সতর্ক থাকার অনুরোধ করছি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর