নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ৫

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ৫

সোহান আহমেদ কাকন, নেত্রকোনা

সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক অবরোধের দ্বিতীয় দিনে নেত্রকোনার দূর্গাপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। বালু ব্যবসায়ী ও শ্রমিকরা এ হামলা করে বলে অভিযোগ।

হামলায় আন্দোলনকারী আতিক, অভি, শাওনসহ কমপক্ষে পাঁচজন আহত হয়েছে।

গত শনিবার রাতে পিকআপ ভ্যানে করে পিকনিক থেকে বাড়ি ফেরার পথে লড়ি ও ট্রাকের চাপায় ময়মনসিংহের গৌরিপুর উপজেলার চার শিক্ষার্থী নিহত হয়।

এরই প্রতিবাদে দুর্গাপুর উপজেলার সচেতন ছাত্র সমাজের উদ্যোগে বিচার দাবি করে বিক্ষোভ করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে স্থানীয়রা।  

রোববার দিনব্যাপী সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সোমবারও সকাল থেকে পুনরায় অবরোধে নামলে বালু মহালের ইজারাদার আলাল সর্দার ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক কমিশনারের নেতৃত্বে আন্দোলনকারীদের ওপর হামলা করে বালু শ্রমিকরা।

এ সময় স্থানীয় পুলিশ নীরব ভূমিকা পালন করে বলে অভিযোগ করে শিক্ষার্থীরা।

পরে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের ছবি ও ভিডিও ধারণ করে।

আন্দোলনকারীরা জানান, তারা বালু উত্তোলন বন্ধ করতে চায় না। তারা চায় নিরাপদ সড়ক। সড়কে বৈধ লাইসেন্সধারীদের মাধ্যমে গাড়ি চলাচল, প্রতিটি বাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের দুইপাশে গতিরোধক স্থাপন, যানবাহনের গতিসীমা ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে চালানো সহ মোট ১০ দফা দাবি চলছে এ আন্দোলন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)