খুলনায় তৈরি হচ্ছে পেইন কিলার, সরঞ্জাম উদ্ধার

খুলনায় তৈরি হচ্ছে পেইন কিলার, সরঞ্জাম উদ্ধার

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

অনুমতি ছাড়াই অবৈধ উপায়ে খুলনায় তৈরি হচ্ছে ক্ষতিকর পেইন কিলার। মঙ্গলবার দুপুরে নগরীর করিমনগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ পেইন কিলার তৈরির কাঁচামাল, ক্ষতিকর কেমিক্যাল, পন্যের লেভেল (মোড়ক) ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। এ ঘটনায় ওষুধ প্রস্তুতকারক মো. শাহ আলমকে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ওষুধ প্রশাসন কর্মকর্তারা বলেন, ক্ষতিকর নানা কেমিক্যাল দিয়ে এখানে ‘লিকুইড পেইন কিলার’ তৈরি হচ্ছে।

তাৎক্ষনিকভাবে এটা ব্যথা কমালেও মানবদেহের জন্য তা’ ক্ষতিকর।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রেট এসএম রাসেল ইসলাম ও মো. তকী ফয়সাল তালুকদার অবৈধভাবে ওষুধ তৈরির অভিযোগে ওষুধ প্রস্তুতকারককে সাত দিনের কারাদণ্ড দেন। এসময় খুলনা ওষুধ প্রশাসন কার্যালয় এর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশীদ উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)