‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বেড়েছে’

‘আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্ষমতা বেড়েছে’

সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, পুলিশে সক্ষমতা অনেক গুণ বেড়েছে। এ কারণে দেশে জঙ্গি তৎপরতার উল্লেখযোগ্য কার্যক্রম নেই। তবে তাদের দাওয়াতি কিছু কার্যক্রম রয়েছে। কিন্তু পুলিশের নেটওয়ার্কের আওতায় এলেই তাদের গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ তৎপরতা অব্যাহত থাকবে।

সোমবার দুপুরে তিনি খুলনায় পুলিশ সুপারের কার্যালয় ও পুলিশ লাইন অস্ত্রাগারের উদ্বোধনকালে এসব কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেছেন। সুন্দরবনে আর কোনো দস্যু কার্যক্রম চলবে না।

এর সাথে যারা যুক্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মুজিববর্ষে পুলিশ হবে জনগনের বন্ধু। মুজিববর্ষকে কেন্দ্র করে পুলিশ বাড়‌তি সতর্কতা অবলম্বনের পাশাপা‌শি সা‌র্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট রয়েছে।

এসময় খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, ডিআইজি ড. খ. মহিউদ্দিন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, পুলিশ কমিশনার খন্দরকার লুৎফুল কবির উপস্থিত ছিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর