খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা

খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, খুলনা

করোনা ভাইরাস প্রতিরোধে অনির্দিস্টকালের জন্য খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে মোটর শ্রমিক ইউনিয়ন। আগামী ২৫ মার্চ ভোর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। খুলনা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে।  

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম বেবি জানান, করোনা ভাইরাসের প্রভাবে ইতোমধ্যেই মানুষের চলাচল কমে গেছে।

এতে বাসে যাত্রী কম হচ্ছে। ভাইরাসের আতঙ্কে বাসের লোকজনও কাজ করতে চাচ্ছে না। যাত্রীদের মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে। এ বিষয় বিবেচনা করে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
 

এর ফলে খুলনা থেকে ঢাকা, রাজশাহি, সিলেট, রংপুর, চট্টগ্রামসহ দূরপাল্লার ১০টি রুটের বাস বন্ধ থাকবে। তবে অভ্যন্তরীন রুটে বাস চলাচল করবে।
 
খুলনা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বলেন, খুলনাকে করোনা ভাইরাস মুক্ত রাখতে দূরপাল্লার বাস বন্ধের এই সিদ্ধান্তের সাথে মালিক সমিতি একাত্বতা ঘোষণাকরেছে।  

এর আগে গত ১৯ মার্চ একইভাবে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল