করোনা সন্দেহে বিনা চিকিৎসায় মুক্তিযোদ্ধার মৃত্যু!

করোনা সন্দেহে বিনা চিকিৎসায় মুক্তিযোদ্ধার মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বাসাবো মাঠে বঙ্গবন্ধুর নিকট আস্ত্র সমর্পণকারী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলমাছ উদ্দিন বিনা চিকিৎসায় চিরবিদায় নিলেন স্বাধীনতার মাসে।

২৮শে মার্চ ভোরে বাসাবোর নিজ বাসায় ব্রেইন স্ট্রোক করলে হাসপাতালে নিলে করেনা সন্দেহে ভর্তি করে নাই।

করোনা সন্দেহে এই বীর মুক্তিযোদ্ধাকে বারডেম হাসপাতাল, সরওয়ার্দী হাসপাতাল, পপুলার হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে নাই বলে জানান মরহুমের বড় ছেলে। রাত ১২টায় মুগদা হাসপাতালে ভর্তি করা হলে সকালে ইন্তেকাল করেছেন।

মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো ব্রেইন স্ট্রোক। আজ বাদ জোহর বাসাবো মাঠে নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় মাদারটেক কবরস্থানে দাফন করা হয়।

মৃত্যু কালে তিনি সহধর্মিণী, ২ছেলে ১মেয়ে রেখে গেছেন। মরহুমের ৩ সন্তানই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করা।

মেয়েটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সহকারী অধ্যাপক।

মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক যুগ্মমহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু গণমাধ্যমকে বলেন, শুধু মুক্তিযোদ্ধা কেন, কোনো রোগীর ক্ষেত্রেই এমনটা হওয়া উচিত নয়। বৈশ্বিক এই মহামারি মোকাবিলার পাশাপাশি অন্যান্য রোগীদের চিকিৎসার বিষয়টিও দেখতে হবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর