রংপুরে না.গঞ্জ থেকে ফেরা শ্রমিক করোনা শনাক্ত, গ্রাম লকডাউন

রংপুরে না.গঞ্জ থেকে ফেরা শ্রমিক করোনা শনাক্ত, গ্রাম লকডাউন

রেজাউল করিম মানিক,রংপুর থেকে

রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট খন্দকার পাড়া গ্রামে সাখাওয়াত হোসেন সাজ্জাদ নামে এক যুবকের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজেটিভ বলে প্রতিবেদন দেওয়া হয়েছে। সাজ্জাদ কয়েকদিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি আসেন।

মিঠাপুকুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া ওই যুবকের করোনা ভাইরাস পজেটিভ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনার পর খন্দকার পাড়া গ্রামটি লকডাউন করা হয়েছে।

তিনি জানান, সাজ্জাদ নারায়ণগঞ্জে একটি কারখানায় কাজ করতেন। বেশ কয়েকদিন আগে তিনি বাড়ি আসেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় নমুনা পরীক্ষা করে তার শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

রংপুর জেলা সিভিল সার্জন হিরম্বর কুমার রায় জানান, করোনার উপসর্গ নিয়ে কাউনিয়া ও মিঠাপুকুরে দুই নারীর মৃত্যু হয়েছে এবং মিঠাপুকুরে এক যুবক আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবকের ওই গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর