রাঙামাটিতে অজ্ঞাত রোগে দুজনের মৃত্যু, আক্রান্ত ৫

রাঙামাটিতে অজ্ঞাত রোগে দুজনের মৃত্যু, আক্রান্ত ৫

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

রাঙামাটির রাজস্থলীতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- বিনামতি ত্রিপুরা (৩৫) ও নিলু কমুরা ত্রিপুরা (২৮)। রোববার দুপুরে রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে ১নং ওয়ার্ডের ভুটান এলাকার ত্রিপুর পাড়ায় এ ঘটনা ঘটে।

রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা জানান, রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে ১নং ওয়ার্ডের ভুটান এলাকার ত্রিপুর পাড়ায় অজ্ঞাত
রোগ দেখা দেয়।

এ রোগে আক্রান্ত হয়ে ভুটার পাড়ার বাসিন্দা মিল্টন ত্রিপুরার স্ত্রী বিনামতি ত্রিপুরা (৩৫) ও একই এলাকার রামগতি ত্রিপুরার ছেলে নিলু কমুরা ত্রিপুরার (২৮) মৃত্যু হয়েছে।

তারা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। সেই সাথে তাদের ভেতর ভিন্ন আচরণও লক্ষ করা গেছে। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা কোন রোগে আক্রান্ত হয়েছেন সে বিষয়ে সঠিক কোনো তথ্য দিতে পারেনি চিকিৎসক।

অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

একই অবস্থা আরও ৫জনের। তাদেরও জ্বর অনেক। সাথে ভিন্ন আচরণ সহ মাটিতে গড়াগড়িও করছে।
বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে অবগত করা হয়েছে।

এ ব্যাপারে রাঙামাটি রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহলাং মারমা জানান, ওই এলাকার স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জেনেছি। এলাকাটি দূর্গম। তারপরও স্বাস্থ্য বিভাগের একটি দলকে ওই এলাকায় পাঠানো হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পর বিস্তারিত জানতে পারব। আসলে রোগটা কী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)