নিউইয়র্কে করোনায় সবচেয়ে বেশি মারা যাচ্ছে!

নিউইয়র্কে করোনায় সবচেয়ে বেশি মারা যাচ্ছে!

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের কাছে অসহায় হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এখন পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৭ লাখ ৩৮ হাজার ৮ শতাধিক মানুষ। এ মধ্যে মৃত্যু হয়েছে ৩৯ হাজার ১৪ জনের।

দেশটিতে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে।

সেখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪১ হাজার। আর মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৭১ জন।

নিউইয়র্কে করোনায় অন্যদের তুলনায় বেশি মারা যাচ্ছেন কৃষ্ণাঙ্গরা। সেখানকার স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।


নিউইয়র্কের স্বাস্থ্য বিভাগ জানায়, শহরটিতে স্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গরা দ্বিগুণ সংখ্যায় মারা যাচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান থেকে আরও জানা যায়, একজন শ্বেতাঙ্গ ব্যক্তির হাসপাতালে ভর্তি হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরার সম্ভাবনা একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তির চেয়ে দ্বিগুণ বেশি।

এর আগে আমেরিকার রোগতত্ত্ব গবেষণা বিভাগ জানিয়েছিল, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হন তাদের শতকরা ৩৩ ভাগই কৃষ্ণাঙ্গ। অথচ কৃষ্ণাঙ্গদের সংখ্যা আমেরিকার মোট জনসংখ্যার শতকরা মাত্র ১৩ ভাগ।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র নিউইয়র্ক নয় বরং আমেরিকার সর্বত্র করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের বেশিরভাগ কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী।  

সূত্র: পার্সটুডে