ডা. জাহানারার ফ্রি টেলি চিকিৎসা

ডা. জাহানারার ফ্রি টেলি চিকিৎসা

অনলাইন ডেস্ক

ডা. জাহানারা আরজু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক তিনি। প্রাণ সংহারি এই করোনা ভাইরাসের এই সময় মানুষকে সেবা দিতে

রোগীদের মুঠোফোনে চিকিৎসা-পরামর্শ দিয়ে যাচ্ছেন।

বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ডা. জাহানারা আরজু লিখেছেন, বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে টেলিমেডিসিন সার্ভিস ছিলো।

ঢাকার একটা ডায়াগনস্টিক সেন্টারে চেন্নাই এপোলো হসপিটালের টেলিমেডিসিন সেন্টার ছিলো। ফি রাখা হতো ৮০০০/ (আট হাজার টাকা)।

ঢাকার এপোলোতে (এভার কেয়ার হাসপাতালে) এখন টেলিমেডিসিনের জন্য ১৪০০ টাকা নিচ্ছে।

সম্প্রতি সিলেটের এক গায়নোকলিজিস্ট নাকি টেলিমেডিসিনে ৮০০/- ফি নিয়েছেন, এ জন্য তিনি কেন এত সমালোচিত?

কেন ভাই, কেউ ফি নিলে আপনার পোষালে ফোন দেবেন।

না পোষালে আমরা যারা ফ্রি চিকিৎসা দিচ্ছি তাদেরকে ফোন করেন। খামোখা কেন সমালোচনা করব আমরা?

প্রতিদিন কত জনকে ফ্রিতে টেলিমেডিসিন সেবা দিয়ে যাচ্ছি। আমার নাম্বার: ০১৮১৯-২২২৮৫৪। মেডিসিন ও কার্ডিওলজির রোগীরা প্রয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ২ টার মধ্যে ফোন করতে পারেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর