‘সাংবাদিকরা শত্রুতামূলক প্রশ্ন ছাড়া কিছু করেন না’

‘সাংবাদিকরা শত্রুতামূলক প্রশ্ন ছাড়া কিছু করেন না’

অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাস ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে তিনি হোয়াইট হাউজে নিয়মিত ব্রিফিং বন্ধের হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, সাংবাদিকরা তাকে ‘শত্রুতামূলক প্রশ্ন’ করেন।

প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার টুইটার বার্তায় বলেন, যদি কার্যকর কোনো প্রশ্ন না হয়ে শুধু শত্রুতামূলক প্রশ্ন করা হয় তাহলে এই সংবাদ ব্রিফিংয়ের কী মূল্য আছে।

ট্রাম্প বলেন, সাংবাদিকরা তার কাছে শত্রুতামূলক প্রশ্ন ছাড়া আর কোনো কিছু করেন না এবং এর মাধ্যমে গণমাধ্যমগুলো রেকর্ড পরিমাণ রেটিং পাচ্ছে কিন্তু আমেরিকার জনগণ ভুয়া খবর ছাড়া কিছুই পাচ্ছে না।

এর আগে মার্চ মাসে এক প্রেস ব্রিফিংয়ের সময় এনবিসি টেলিভিশনের একজন রিপোর্টার ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, করোনা ভাইরাসে যে সমস্ত মানুষ ভীত তাদের সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প কি বার্তা দেবেন। পরে তাকে বিপজ্জনক সাংবাদিক বলে আখ্যায়িত করেন ট্রাম্প। যা নিয়ে দেশ-বিদেশে আনেক আলোচনা-সমালোচনা হয়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর