সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ দুজনের মৃত্যু

সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ দুজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

পল্টনে একটি সেলুনের এসি বিস্ফোরিত হয়ে দ্বগ্ধ তিনজনের মধ্যে দুজন মারা গেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছে একজন।

মৃতরা হলেন- কাস্টমার রাসেল (২৮) ও শনিবার সকালে মারা যান পথচারী শাহ আলম (৫০)।  
চিকিৎসাধীন কয়েছেন, মালিক আবুল কালাম (৩৫)।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার (০২ মে) রাতে পল্টন থানার উপ-পরিদশর্ক (এসআই) কাজী আশরাফুল হক বলেন, পল্টন থানার অপজিটে ৪৪নং স্টাইল জোন সেলুনের মালিক কালাম (৪০) বুধবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে দোকানের শাটার বন্ধ করে ভেতরে রাসেল নামে যুবকের চুল-দাড়ি কাটছিলেন। তখন দোকানের ভেতরের এসি বিকট শব্দের বিস্ফোরিত হয়। এতে এক পথচারী এবং তারা দুইজন দগ্ধ হন।

‘পরে খবর পেয়ে তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থায়ই আশঙ্কাজনক ছিল। এরপর শুক্রবার (০১ মে) রাতে রাসেলের মৃত্যু হয়। আর শনিবার (০২ মে) দুপুরে মারা যান পথচারী শাহ আলম। তাদের শরীরের প্রায় ৪০ থেকে ৭০ শতাংশ দগ্ধ ছিল। ’

লকডাউন পরিস্থিতির মধ্যেও সেলুনটি গোপনে খোলা রাখা ছিল বলে জানান তিনি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর