চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নারীসহ আরও ৯ জনের করোনা শনাক্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরও ৯ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত দাঁড়াল ১১ জনে।

করোনা শনাক্ত ৯ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনজন, নাচোল উপজেলায় তিনজন, ভোলাহাট উপজেলায় দুজন ও শিবগঞ্জ উপজেলায় একজন। এদের মধ্যে দুই উপজেলার দুজন
স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা করোনার নমুনা সংগ্রহ কাজে নিয়োজিত ছিলেন, অন্যরা জেলার বাইরে থেকে এসেছেন।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো করোনার নমুনার মধ্যে বুধবার রাতে ৮৪ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে ৯ জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। ৪ মে তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর রিপোর্ট ২ দিনের মাথায় ৬ মে বুধবার পাওয়া যায়।

এদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হোসেন জানান, নতুন করোনা রোগী শনাক্ত হওয়ার পর রানীহাটি ইউনিয়ন ও ঝিলিম ইউনিয়নের ৩০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

তিনি আরো জানান, আজ বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন আক্রান্তদের বাড়িতে প্রয়োজনীয় চিকিৎসার ওষুধ পৌঁছে দিয়েছেন এবং হোমকোয়ারেন্টাইনে থেকে বাড়িতেই তাদের চিকিৎসা চলবে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর