অক্টোবর থেকে রাশিয়ায় করোনার টিকা দান শুরুর প্রস্তুতি

অক্টোবর থেকে রাশিয়ায় করোনার টিকা দান শুরুর প্রস্তুতি

অনলাইন ডেস্ক

আগামী অক্টোবর মাসে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে টিকা দান কর্মসূচি শুরু করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। করোনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে এই অভিযান শুরু করা হবে।

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, এইরমধ্যে মস্কোর গামালেয়া ইনস্টিটিউটে ক্লিলিনিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে তবে পেপারওয়ার্ক বাকি রয়েছে যা খুব শিগগিরি শেষ হবে।

মিখাইল মুরাশকো জানান, প্রথম পর্যায়ে ডাক্তার ও শিক্ষকদেরকে টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।

অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, করোনা টিকা ব্যবহারের বিষয়ে চলতি আগস্ট মাসেই রাশিয়া অনুমোদন দেবে। তবে পাশ্চাত্যের কোনো কোনো বিশেষজ্ঞ উদ্বেগ প্রকাশ করে বলেছেন, রাশিয়া করোনার টিকা চালু করার  বিষয়ে তড়িঘড়ি করছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর