দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

দিনাজপুরের বিরলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরলে সড়ক নির্মানের রোড রোলারের নীচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে মোটসাইকেল চালক ওই স্বামী-স্ত্রীর নাতি।  

শুক্রবার সন্ধ্যায় বিরল উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের নোনাগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

নিহত স্বামী কছিমউদ্দীন (৭০) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র এবং কছিমদ্দীনের স্ত্রী ছমেনা বেগম (৬৫)।

আহত হয়েছে তাদের নাতি উমর ফারুক।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃদ্ধ কছিমউদ্দীন ও তার স্ত্রী ছমেনা বেগম নাতি উমর ফারুকের মোটরসাইকেলে বিরল উপজেলার ভান্ডারায় এক আত্মীয়ের বাড়ি থেকে পীরগঞ্জে নিজ বাড়িতে ফিরছিল।

 সন্ধ্যায় নোনাগ্রাম এলাকায় সড়ক নির্মানের কাজে নিয়োজিত একটি চলন্ত রোলারের নীচে তারা পড়ে যায়। এতে রোলারের নীচে চাপা পড়ে ঘটনাস্থলেই বৃদ্ধ স্বামী ও স্ত্রী নিহত হয়।

 

মোটরসাইকেল চালক নাতি উমর ফারুককে গুরুতর আহত অবস্থায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল