চট্টগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে নেমেছে কর্তৃপক্ষ

চট্টগ্রামে রেলওয়ের জায়গা উদ্ধারে নেমেছে কর্তৃপক্ষ

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা চট্টগ্রাম রেলওয়ের জায়গা উদ্ধারে নেমেছে রেল কর্তৃপক্ষ। রেলের জায়গা উদ্ধারে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করছে জেলা প্রশাসন।

news24bd.tvসোমাবার (৩১ আগস্ট) সকাল থেকে রেলের জায়গা উদ্ধারে অভিযান চলছে। এই পর্যন্ত দেড় একর জায়গা উদ্ধার হয়েছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ের ভূ-সম্পদ কর্মকর্তা মাহবুবুল করিম।

তবে অবৈধ দখলদারের খোঁজে মাঠে নেমেছে জেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, সরকারি জায়গা দখলকারীদের ছাড় দেওয়া হবে না। তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উদ্ধার হওয়া দেড় একরের মধ্যে স্থাপনা উচ্ছেদ হয়েছে ৪শর বেশি।
দীর্ঘদিন ধরে রেলের বিশাল জায়গা দখল করে ঘর বেঁধে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করেছে দখলদাররা।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর