আলোচিত জিসা অপহরণ মামলায় আব্দুল্লাহসহ দুইজনের জামিন নামঞ্জুর

আলোচিত জিসা অপহরণ মামলায় আব্দুল্লাহসহ দুইজনের জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জে আলোচিত জিসা অপহরণ মামলায় আসামি আব্দুল্লাহ ও সহযোগী রকিবের জামিন না মঞ্জুর করেছে আদালত। সোমবার (৩১ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাওসার আলম এ আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট মো. রোকন উদ্দিন জানান, জিসার স্বামী ইকবালের রিমান্ড নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদেরও আদেশ দিয়েছেন আদালত । একইসাথে পূর্ববতী ১৬৪ ধারায় দেয়া আসামীদের জবানবন্দি প্রত্যাহারের জন্য প্রস্তাব দিলে, আদালত তা মঞ্জুর করে নথিভুক্ত করার জন্য আদেশ দিয়েছে।

গেল  ৪ জুলাই থেকে নিখোঁজ হয় জিসা মনি। গেল ৬ আগস্ট জিসা মনির বাবা জাহাঙ্গীর আলম নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অপহরণ মামলা করেন। পরে ৭ আগস্ট গ্রেপ্তার করা হয় আব্দুল্লাহ, খলিল ও রকিবকে। তাদের মধ্যে আব্দুল্লাহ, নৌকার মাঝি খলিল ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দেন।
অথচ  গেল ২৩ আগস্ট দুপুরে বন্দরের নবীগঞ্জ রেললাইন এলাকায় সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া যায় নিখোঁজ জিসা মনিকে।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ

সম্পর্কিত খবর