রাষ্ট্রকে অকার্যকর করা হচ্ছে : রুমিন ফারহানা

রাষ্ট্রকে অকার্যকর করা হচ্ছে : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

 

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের অধিবেশনে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন, বিএনপির সংরক্ষিত আসনের এমপি ব্যারিষ্টার রুমিন ফারহানা। তিনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়েও অভিযোগ করেন।  

এদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০ সহ পরীক্ষা-নিরীক্ষা শেষে জাতীয় সংসদ অধিবেশনে সোমবার মোট ৬টি বিল উত্থাপন করা হয়েছে। সংসদীয় কমিটির সংশোধনীসহ বিলগুলো পাসের সুপারিশ করা হয়।

সোমবার বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার ও বিরোধী দলীয় সদস্যরা উপস্থিত ছিলেন। অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন ও জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়। অধিবেশনের উত্থাপিত বিলগুলো হচ্ছে- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় বিল-২০২০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় বিল-২০২০ ও চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২০।

এ সময় বিল নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। অধিবেশনে এছাড়াও বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন – নিয়ন্ত্রণ ও সংশোধন বিল ২০২০ সংসদে উত্থাপন করা হয়।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ