করোনায় আর্জেন্টিনার অর্থনৈতিক সংকোচন

করোনায় আর্জেন্টিনার অর্থনৈতিক সংকোচন

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর প্রভাবে চলতি বছর আর্জেন্টিনার অর্থনৈতিক সংকোচন ১২ শতাংশ হতে পারে। যা গেল মাসে পূর্বাভাস দেয়া হয়েছিল ১২ দশমিক ৫ শতাংশ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এ তথ্য।

অর্থনীতিবিদরা বলছেন, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১৬ দশমিক ৬ শতাংশ অর্থনৈতিক সংকোচনের দেখা পেয়েছে আর্জেন্টিনা।

তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি ৮ দশমিক ৭ শতাংশ হারে প্রবৃদ্ধিতে রয়েছে বলেও জানানো হয় তাদের পক্ষ থেকে।

এছাড়াও চলতি বছরে দেশটির মুদ্রাস্ফীতি ৩৭ দশমিক ৮ শতাংশ হবে বলেও তথ্য দিয়েছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে করোনা সংক্রমণ ও মৃত্যুতে দক্ষিণ আমেরিকার মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি।

নিউজ টোয়েন্টিফোর / সুরুজ আহমেদ


আরও পড়ুন:

ইন্দোনেশিয়ার উপকূলে নেমেছে প্রায় ৩’শ রোহিঙ্গা