আজো চলছে খোঁড়াখুড়ি

আজো চলছে খোঁড়াখুড়ি

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের তল্লায় মসজিদের বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে গ্যাস লাইনের পাইপের লিকেজ আছে কিনা তা খতিয়ে দেখতে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো খোঁড়াখুঁড়ি চলছে।

সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত চারটি পয়েন্টের খুঁড়ে মসজিদের উত্তর পাশে পয়েন্টে দুটি লিকেজ খুঁজে পায় তিতাস গ্যাসের তদন্ত কমিটি।  

তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি গঠিত তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল ওহাব তালুকদার জানান, সোমবার মাটি খুঁড়ে মসজিদের উত্তর পাশে দু’টি লিকেজ পাওয়া গেছে। আরও কোনও লিকেজ আছে কিনা সেটি খতিয়ে দেখতে দ্বিতীয় দিনের মতো খোঁড়াখুঁড়ি চলছে।

তিনি  বলেন, আমরা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া বিভিন্ন বাসা-বাড়িতে পৌনে এক ইঞ্চি ব্যাসার্ধের গ্যাস লাইন সরবরাহ করা হয়েছে সেটি ধরে পুরো লাইনটি দেখা হচ্ছে।

এই লাইনের নিচ দিয়েই মূল গ্যাস লাইন সরবরাহ পাইপ লাইনটি গেছে। তবে মূল পাইপলাইনে কোনও লিকেজের হওয়ার সম্ভাবনা নেই। কারণ সেটি অনেক শক্তিশালী লাইন।

সেখানে লিকেজ হলে গ্যাস উদগীরণে মাত্রার পরিমাণ অনেক বেশি হতো।


আরও পড়ুন: মসজিদে অগ্নিকাণ্ড: ক্ষতিপূরণ চেয়ে করা রিটের আদেশ বুধবার



নিউজ টোয়েন্টিফোর/নাজিম

এই রকম আরও টপিক