গাজীপুরে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

গাজীপুরে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

শেখ সফিউদ্দিন জিন্নাহ্

গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ( ১০ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের গাজীপুর ক্রিকেট একাডেমি টেস্ট ম্যাচ খেলা চলছিল। হঠাৎ বৃষ্টি শুরু হওয়া টেস্টম্যাচ বন্ধ করা হলেও কয়েকজন খেলোয়াড় বৃষ্টিতে ভেজে ফুটবল খেলতে থাকে। এসময় বিকট শব্দে নাদিম হোসেন(১৬) ও মিজানুর রহমান (১৭) নামে দুই খেলোয়াড়ের ওপর বজ্রপাত হয়।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।    

নাদিম হোসেন গাজীপুরের কালিগঞ্জের আজমপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং সে স্থানীয় সাহাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। অন্যদিকে মিজানুর রহমান  ময়মনসিংহের হালুয়াঘাট থানা উত্তর রামনগর কর্ণপাড়া গ্রামের আব্দুল মিয়ার ছেলে এবং সে গাজীপুর আইডিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র।  

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রফিকুল ইসলাম জানান, মৃত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়েছে।


আরও পড়ুন: ট্রাকে রাখা বাঁশ বুকে বিঁধে পুলিশ কর্মকর্তার মৃত্যু


নিউজ টোয়েন্টিফোর/নাজিম