মনোনয়ন চেয়ে নয়াপল্টনে জমা পড়লো ১২টি আবেদনপত্র
চারটি আসনে উপ-নির্বাচন

মনোনয়ন চেয়ে নয়াপল্টনে জমা পড়লো ১২টি আবেদনপত্র

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের চারটি আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়ে এখন পর্যন্ত ১২টি আবেদনপত্র জমা পড়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত দলটির নয়াপল্টন কার্যালয়ে এসব আবেদনপত্র জমা পড়ে। আজ বিকেল ৫টা পর্যন্ত এই আবেদনপত্র জমা নেয়া হবে।  

ঢাকা-১৮ আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বেলা সাড়ে ১১টা নয়াপল্টন কার্যালয়ে আসেন।

সেসময় ঘণ্টাখানেকের জন্য যান চলাচল স্থবির হয়ে পড়ে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনের রাজপথ।  

এছাড়া অন্য ১১ জন্য মনোনয়ন প্রত্যাশী তাদের প্রতিনিধিদের মাধ্যমে আবেদনপত্র জমা দেন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

আগামীকাল বিকেল পাঁচটায় গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে ৪টি উপনির্বাচনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে বিএনপি।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। এ দুটি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর। এ ছাড়া সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮ আসনে উপনির্বাচনের এখনও তফসিল ঘোষণা হয়নি।


আরও পড়ুন: পদ্মাসেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১ ভাগেরও বেশি: কাদের


নিউজ টোয়েন্টিফোর/নাজিম