গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে মৃত্যু ৪ হাজারের বেশি

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে মৃত্যু ৪ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

করোনায় গেলো ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে ২ লাখ ৩০ হাজার ৮ শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছে ৪ হাজার ১৩৩ জন। এ নিয়ে বিশ্বে কোন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ১৪ লাখ ৮৮ হাজার। আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেলো ৯ লাখ ৬৯ হাজার।

আবারও একদিনে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যু হয়েছে ভারতে। ২৪ ঘন্টায় দেশটিতে আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৪৯৩ জন। প্রাণ হারিয়েছে হাজারের অধিক। একদিনে যুক্তরাষ্ট্রে ৩৬ হাজার ৩৭২ ও ব্রাজিলে ১৫ হাজার ৪৫৪ জন আক্রান্ত হয়েছে।

নতুন করে আবারও ভাইরাসের প্রকোপ বাড়ছে ইউরোপে।


আরও পড়ুন: আমেরিকায় বিমান বিধ্বস্ত; নিহত ৪


এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৩১ লাখ ১৯ হাজারের বেশি মানুষ। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত কোভ্যাক্স ভ্যাকসিন কর্মসূচিতে এরইমধ্যে যুক্তরাষ্ট্র ও চীন ছাড়া ১৫৬ টি দেশ অংশগ্রহণ করেছে বলে নিশ্চিত করেছে ডব্লিউএইচও। আর রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিন কিনতে এরইমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে এশিয়া, দক্ষিণ আমেরিকা ও মধ্যপ্রাচ্যের অন্তত ১০টি দেশ।

news24bd.tv সুরুজ আহমেদ