করোনায় গেল ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৪ হাজার

করোনায় গেল ২৪ ঘণ্টায় বিশ্বে প্রাণহানি প্রায় ৪ হাজার

নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসে গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে ২ লাখ ৩০ হাজার ৫৪৭ জন আক্রান্ত হয়েছে। একদিনে প্রাণ হারিয়েছে ৩ হাজার ৮৩৭ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ কোটি ৩৫ লাখ ৫২ হাজারের বেশি। আর মোট প্রাণহানি ছাড়ালো ১০ লাখ ৬ হাজার।

ভারতে এখনো অব্যাহত রয়েছে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। একদিনে ৬৯ হাজার ৬৭১ জন আক্রান্ত ও ৭৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে একদিনে ৩৭ হাজার ৪১৮ ও ব্রাজিলে একদিনে ১৬ হাজারের বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে। ২৪ ঘন্টায় দুই দেশেই প্রাণহানি হয়েছে ৩ শতাধিক।

সংক্রমণ বাড়তে থাকায় দেশব্যাপী কারফিউয়ের সময় বাড়িয়েছে কেনিয়া। আগামী ১৫ নভেম্বর থেকে সকল মসজিদ পুনরায় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান।  

এদিকে, আগামী ৬ মাসের মধ্যে স্বল্প ও মধ্যম আয়ের দেশগুলোতে প্রায় ১২ কোটি দ্রুতসম্পাদিত করোনা শনাক্তের পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

news24bd.tv সুরুজ আহমেদ