সেরে না ওঠা পর্যন্ত ট্রাম্প-মেলানিয়া হোয়াইট হাউজে থাকবেন

সেরে না ওঠা পর্যন্ত ট্রাম্প-মেলানিয়া হোয়াইট হাউজে থাকবেন

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া দুজনই ভালো আছেন এবং তারা সেরে না ওঠা পর্যন্ত হোয়াইট হাউসের ঘরেই থাকবেন।

ট্রাম্পের চিকিৎসক শন কনলি একটি বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। বিবৃতিতে শন কানলি আশা করেন প্রেসিডেন্ট এই সময়ের মধ্যে বিনা বাধায় তাঁর দায়িত্ব পালন করে যাবেন এবং তিনি সব খবর জানাবেন।

news24bd.tv


আরও পড়ুন: ট্রাম্প অসুস্থ্য হয়ে পড়লে দায়িত্ব নেবে কে ?


এর আগে ট্রাম্প নিজেই টুইট করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

ওই টুইট বার্তায় ট্রাম্প বলেন, “কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব। ” 

মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ ও যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এ সংবাদ প্রকাশ করেছে।

 

এর আগে করোনায় আক্রান্ত হন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন। তার নাম হোপ হিকস।

news24bd.tv সুরুজ আহমেদ

 

আরও পড়ুন:

উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ট্রাম্প, বাইডেনকে করোনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকের

তবে কি বাইডেনও করোনা ঝুঁকিতে?

করোনা আক্রান্ত ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনা করে মোদীর টুইট

যে নারী থেকে করোনা সংক্রমিত হলেন ট্রাম্প