ট্রাম্প অসুস্থ্য হয়ে পড়লে দায়িত্ব নেবে কে ?

ট্রাম্প অসুস্থ্য হয়ে পড়লে দায়িত্ব নেবে কে ?

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই বেশ হৈচৈ পড়ে গেছে বিশ্বজুড়ে। এরইমধ্যে অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগ হলে, কে তাঁর স্থলাভিষিক্ত হবেন, তা নিয়ে হোয়াইট হাউজে আলোচনা শুরু হয়ে গেছে।  

যুক্তরাষ্ট্রের অনুক্রম আইন অনুসারে, ট্রাম্প দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স দায়িত্বপ্রাপ্ত হবেন। তবে জানা গেছে, ট্রাম্পের সংস্পর্শে এসেছেন পেন্সও।

ফলে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর এক্ষেত্রে মার্কিন সংবিধান অনুসারে দায়িত্ব বর্তাবে হাউস স্পিকার ন্যান্সি পেলোসির কাছে।


আরও পড়ুন: উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ট্রাম্প, বাইডেনকে করোনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকের


এদিকে ট্রাম্পের করোনা শনাক্তের খবর প্রকাশের পরই অর্থিক বাজারে প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন জাপানের অর্থমন্ত্রী। এছাড়া ইউরোপের স্টক মার্কেটেও সুচকের পতন দেখা গেছে বেশকিছু ক্ষেত্রে।

news24bd.tv সুরুজ আহমেদ

আরও পড়ুন:

উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে ট্রাম্প, বাইডেনকে করোনা পরীক্ষার পরামর্শ চিকিৎসকের

তবে কি বাইডেনও করোনা ঝুঁকিতে?

করোনা আক্রান্ত ট্রাম্প-মেলানিয়ার সুস্থতা কামনা করে মোদীর টুইট

যে নারী থেকে করোনা সংক্রমিত হলেন ট্রাম্প