ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও (বৃহস্পতিবার) দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষার্থী, সংগঠন ও সচেতন নাগরিক সমাজ। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের এক দফা দাবিতে সকাল ১১টা থেকে বেলা দুইটা পর্যন্ত চলে প্রতিবাদ। কোথাও কোথাও ঘটেছে হামলার ঘটনাও।  

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে পঞ্চম দিনের মতো আন্দোলনে নামে বিভিন্ন বাম ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা।

ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী এই প্রতিবাদ আরও জোরদার করতে শুক্রবার মহাসমাবেশের ডাক দেয় তারা।

তারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন।

মৌলভীবাজারে চলমান নারী নির্যাতন, ধর্ষণ বিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় ৬ শিক্ষার্থী আহত হয়েছে।

দুপুরে শহরের চৌমোহনা এলাকায় এ ঘটনা ঘটে।
লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে। দুপুরে ছাত্র সমাজের উদ্যোগে জেলা প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে গিয়ে রাস্তায় অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।

এছাড়াও বগুড়ার সাতমাথা এলাকায় কালেরকণ্ঠ শুভ সংঘসহ বিভিন্ন সচেতন সমাজ, ও সচেতন নাগরিকের ব্যানারে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ৫ টুকরো করে হত্যা: বুকের অংশ ও পা দুটি উদ্ধার

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর