চার বছরেও শেষ হয়নি মিতু হত্যার তদন্ত

চার বছরেও শেষ হয়নি মিতু হত্যার তদন্ত

নয়ন বড়ুয়া জয়, চট্টগ্রাম

সাবেক এসপি বাবুল আকতারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকান্ডের চার বছরেও তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। তবে আদালতের নির্দেশে তদন্তভার পিবিআইর হাতে গেলেও করোনার কারণে শুরু হয়নি তদন্ত। পিবিআই বলছে, এই তদন্ত কাজ শেষ করতে আরো ৫ থেকে ৬ মাস লাগবে।

২০১৬ সালের ৫ জুন ভোরে চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে।

এ হত্যাকান্ডের পর নগরীর পাঁচলাইশ থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন বাবুল আক্তার।

শুরু থেকে গোয়েন্দা পুলিশ মামলাটির তদন্ত করছিল। তারা প্রায় তিন বছর তদন্ত করেও কোনো অভিযোগপত্র দিতে পারেনি।   চলতি বছরের জানুয়ারিতে আদালত মামলাটি তদন্তের ভার পিবিআইকে দেয়।

 

পিআইবি-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দীন বলছে, এই তদন্ত কাজ শেষ করতে আরো ৫ থেকে ৬ মাস লাগবে।


আরও পড়ুন: এইচএসসি’র ফলাফল কিভাবে বিবেচনা হবে ভর্তি পরীক্ষায়


সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন বলছেন, হত্যাকান্ডের মামলায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হলে অপরাধীরা কিছুটা হলেও ভয় পাবে। ভবিষ্যতে আর যাতে কেউ এমন নৃশংসতার শিকার না হয় সেজন্যই অপরাধীর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।

এ মামলায় প্রধান আসামি মুছা সহ ৫ জনকে গ্রেপ্তার করা হয় । বর্তমানে ২ আসামি কারাগারে থাকলেও তিন আসামি জামিনে রয়েছেন।

news24bd.tv সুরুজ আহমেদ