দিনাজপুরে আমন ধানে পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষকরা

দিনাজপুরে আমন ধানে পোকার আক্রমণে দুশ্চিন্তায় কৃষকরা

দিনাজপুর,প্রতিনিধি

 দিনাজপুরের সদর, বিরল উপজেলাসহ বিভিন্ন এলাকায় আমন ধানে পোকার আক্রমণ দেখা দিয়েছে । ফসল রক্ষায় কীটনাশক জমিতে ছিটিয়েও কোনো কাজ হচ্ছে না। এতে ফলন নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা ।

 কৃষকরা জানান, আর মাত্র  কয়েকদিন পরেই  গাছে ধান আসার কথা।

এরই মধ্যে শুরু হয়েছে পোকার আক্রমণ। ধানগাছ প্রথমে হলুদ ও পরে শুকিয়ে বাদামি রং ধারণ করছে।   সময় মতো পোকা দমন করতে না পারলে ফলন বিপর্যয়ের আশঙ্কায় তারা ।   

আরও পড়ুন: গাইবান্ধায় কয়েক দফা বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি

 জানান, ধানগাছের হলুদ বর্ণ রোধে ও পোকার আক্রমণ থেকে  রক্ষায় কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে।

এছাড়াও পোকা দমনে ধান ক্ষেতে পার্চিং পদ্ধতির ব্যবহার নিশ্চিতকরনে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে।

চলতি মৌসুমে এ জেলায় আমন ধানের আবাদ করা হয়েছে  ২ লাখ ৬০ হাজার  হেক্টর জমিতে ।

news24bd.tv তুষার

সম্পর্কিত খবর