সুখী দেশের তালিকায় তৃতীয় স্থানে সৌদি

সুখী দেশের তালিকায় তৃতীয় স্থানে সৌদি

অনলাইন ডেস্ক

বিশ্বে সুখী দেশের তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে সৌদি আরব। ফ্রান্স ভিত্তিক বাজার গবেষণা সংস্থা ইপসোস ২০২০ সালের বৈশ্বিক সুখ জরিপ করে। জরিপে বিশ্বের ২৭টি দেশে সুখের মাত্রা পরিমাপ করা হয়। জরিপটিতে প্রথম স্থানে রয়েছে চীন আর দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।

জরিপে দেখা গেছে, চীন এবং নেদারল্যান্ডসের প্রতি ১০ জনের মধ্যে নয় জন নিজেকে খুব সুখী বা সুখী হিসাবে বর্ণনা করেছেন। সৌদি আরবের ১০ জনের মধ্যে প্রায় আটজন একই কথা বলেছেন।


আরও পড়ুন: অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন সাবেক এমপি বদি


শীর্ষ ১০-এ সৌদি আরবের পরের অবস্থানগুলোতে যথাক্রমে- ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, সুইডেন, জার্মানি এবং বেলজিয়াম রয়েছে। জরিপে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একাদশতম স্থানে।

 

ব্রিটেনে শতকরা ৩০ জন মানুষ নিজেকে সুখী হিসেবে মনে করে। ভারতে এই সংখ্যা শতকরা ২২ শতাংশ এবং নেদারল্যান্ডসে ২০ শতাংশ। জরিপে ১৭তম স্থান অর্জন করেছে তুরস্ক।

ইপসোস চলমান করোনভাইরাস মহামারির মধ্যে ২৪ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত জরিপটি চালিয়েছিল। একটি অনলাইন জরিপ প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিটি দেশ থকে এক হাজারেরও বেশি প্রাপ্তবয়স্কদের ভোট নেওয়া হয়েছে। জরিপে অন্তর্ভূক্ত ২৭ দেশের প্রতি ১০ জনের ৬ জন প্রাপ্তবয়ষ্ক মানুষ নিজেকে সুখী হিসাবে বর্ণনা করেছেন।

news24bd.tv নাজিম