ফলাফল যা হবে মেনে নেবো: আ.লীগ প্রার্থী মনু

ফলাফল যা হবে মেনে নেবো: আ.লীগ প্রার্থী মনু

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী কাজী  মনিরুল ইসলাম মনু বলেছেন, খুবই শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। ফলাফল যা হবে তাই মেনে নিবো, তবে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

শনিবার (১৭ অক্টোবর) সকালে ভোটকেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।  

মনু বলেন, খুবই শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে।

নির্বাচন বানচাল করার কোন সুযোগ নেই।

এর আগে নির্ধারিত সময়েই অর্থাৎ সকাল নয়টায় থেকে ভোটগ্রহণ শুরু হয়। এটি চলবে বিকেল ৫টা পর্যন্ত।   ১৮৭ কেন্দ্রে উপ-নির্বাচনের ভোট নেয়া হবে।

নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ১৪ জন নির্বাহী হাকিম দায়িত্ব পালন করছেন। র্যাব-বিজিবির সদস্যরা রয়েছেন সর্তক পাহারায়।


আরও পড়ুন: কাল থেকে তিনঘণ্টা ডিস-ইন্টারনেট বন্ধ, উদ্বেগ-উৎকণ্ঠা


জানা গেছে, ভোটের সময় ইভিএম মেশিনে কোন গোলযোগ তৈরি হলে অতিরিক্ত ইভিএম মেশিন ব্যবহার হবে।

এ উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের কাজী মনিরুল ইসলাম ও বিএনপির সালাহ উদ্দিন আহমেদ।

news24bd.tv নাজিম