কুমিল্লায় সবজির বাজারে আগুন

কুমিল্লায় সবজির বাজারে আগুন

হুমায়ন কবির জীবন, কুমিল্লা

সরবরাহ থাকার সত্ত্বেও কুমিল্লার বাজারগুলোতে অস্বাভাবিক চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরণের সবজি। কোন কোন সবজি সপ্তাহের ব্যবধানে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে।

সব মিলিয়ে কাঁচাবাজারের এমন লাগামহীন মূল্য বিপর্যস্ত করে তুলেছে নিম্ন ও মধ্যবিত্তদের জীবন। জেলা প্রশাসক বলছেন, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হয়েছে।

শিগগিরই নিয়ন্ত্রণে আসবে নিত্যপণ্যের বাজার।  

শীতকালীন সবজি বাজারে উঠতে শুরু করেছে। সরবরাহও চোখে পড়ার মতো। তারপরও কমেনি দাম।

বরং, সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজি কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা।


আরও পড়ুন: হাঁসের খামার করে স্বাবলম্বী কুড়িগ্রামের আবুল কালাম


কুমিল্লার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, গাজর ১০০, টমেটো ৮০ - ১০০, কাচাঁমরিচ ২২০- ২৪০, আলু ৪৫- ৫০ টাকায়।

করোনাকালে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ভোগান্তিতে ফেলেছে নিম্ন আয়ের মানুষদের। মধ্যেস্বত্তভোগীদের দৌরাত্বকে বাজার অস্থির হওয়ার কারণ বলছেন খুচরা বিক্রেতারা।

জেলা প্রশাসক আবুল ফজল মীর বলছেন, ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। জোরদার করা হয়েছে মনিটরিং। শিগগিরই নিয়ন্ত্রণে আসবে নিত্যপণ্যের দাম। এছাড়া, বাজার নিয়ন্ত্রণে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রির পরিসর আরো বাড়ানো হবে বলেও জানান তিনি।

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর